Friday, July 29, 2011

স্বাধীন সরকার - সোহেল চৌধুরী

2011/7/26 Sohail Choudhury <sohailchoudhury@yahoo.com>


স্বাধীন সরকার
                                                                                                     সোহেল চৌধুরী
 
স্বাধীন সরকার একজন একনিষ্ঠ দেশপ্রেমী
 
তার বাবা, স্বপন সরকার একজন মুক্তিযোদ্ধা
 
১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ লগ্নে, স্বাধীন নেহায়েত এক শিশু
 
বড় হয়ে বাবার কাছে যুদ্ধের গল্প সে বহু শুনেছে
 
স্বাধীনের আফসোস - সে যুদ্ধে অংশ নিতে পারলনা
 
মনে প্রবল ইচ্ছা - যদি অন্তত একজন দেশদ্রহিকে সে নিজ হাতে বধ করতে পারত (?)
 
বাবা বহু দেশ্সত্রুকে নিজ হাতে খুন করেছেন
আর শত্রুবধের বীরগাথা বাবার মুখে স্বাধীন বহুবার শুনেছে
সত্যি সত্যি স্বাধীন একদিন দেলোয়ার নামের এক কুখ্যাত যুদ্ধপরাধিকে খুন করে ফেলল
 
সে নিজেই হাকিমের কাছে গিয়ে বলল, "হুজুর ! আমি  এক যুদ্ধপরাধী কে বধ করেছি; আমায় দু'দিনের কারাবাসের হুকুম দিন" *
 
হাকিম বললেন, " তা কি হয়? তুমি খুন করেছ এবং তা নিজ মুখে স্বীকার করেছ - তোমার ফাঁসি হবে "
 
কেন? আমার ফাঁসি  হবে কেন?!
তাছাড়া আমায় ফাঁসি  দেবার অধিকার আপনায় কে দিয়েছে?
আপনার নিয়োগপত্রে কি প্রাণদন্ড দে'য়ার ক্ষমতা আপনাকে কেউ দিয়েছে?
হাকিম বললেন, এ এক অলিখিত ক্ষমতা
সবারই জানা ; তোমার ও জানা উচিত ছিল !
 
স্বাধীন এর ফাঁসির  হুকুম হয়ে গেল
তাকে টেনে হিচড়ে ওরা নিয়ে যাচ্ছে
 
স্বাধীন চিত্কার করে বলছে, আমি একজন দেশপ্রেমী! আমায় ছেড়ে দাও!!!
আদালতে উপস্থিত সকলে এবং হাকিম নিজে বিদ্রুপের হাসি হাসছেন
সবাই বলছে পাগল
এমনি সময় স্বাধীনের ঘুম ভেঙ্গে গেল 
স্বাধীন স্বপ্ন দেখছিল

Sohail  Choudhury
Mobile: +880-1191350884